Bangladesh Violence : বাংলাদেশে হিংসার প্রতিবাদে পুরুলিয়ায় বিজেপির বিক্ষোভ - Bangladesh
বাংলাদেশে দুর্গা মন্দিরে হামলা ও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে প্রবল বর্ষণকে উপেক্ষা করেই পথে নামল পুরুলিয়া জেলা বিজেপি । এদিন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড মোড়ে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় জেলা বিজেপি নেতা-কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী । তাঁর দাবি, কোনও জাতির উপরই অত্যাচার বিজেপি মানবে না । বাংলাদেশের ঘটনার পর অন্যান্য সব রাজনৈতিক দল চুপচাপ থাকলেও বিজেপি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ।