লোকাল ট্রেনের দাবিতে বোলপুর স্টেশনে বিক্ষোভ BJP-র - Birbhum
বীরভূম থেকে রামপুরহাট পর্যন্ত বর্ধমান লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি BJP-র ৷ এই রুটে ট্রেন চালানোর দাবিতে বোলপুর স্টেশনে বিক্ষোভ দেখান BJP কর্মী সমর্থকেরা ৷ পরে স্টেশন মাস্টারকে ডেপুটেশনও দেন তাঁরা ৷