পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Anubrata Mondal: ভবানীপুরে মমতার জয়ের জন্য যজ্ঞের দরকার নেই : অনুব্রত

By

Published : Sep 23, 2021, 9:41 PM IST

সতীর একান্ন পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দিরে আজ হোমযজ্ঞ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সহ এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। আজ বেলা 2টো নাগাদ মন্দিরে এসে পৌঁছান অনুব্রত মণ্ডল। তিনি বলেন, "আমি প্রত্যেক বছরই যজ্ঞ করি। কঙ্কালীতলায় করি, নলাটেশ্বরীতে করি, তারাপীঠে করি। ভবানীপুরে জয়ের জন্য যজ্ঞ করার দরকার নাই। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ ভোটে জিতবেন। "

ABOUT THE AUTHOR

...view details