পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বীরভূমের SP তৃণমূলের জেলা সভাপতি, OC ব্লক নেতা : দিলীপ - SP তৃণমূলের জেলা সভাপতি

By

Published : Nov 25, 2020, 9:48 PM IST

"পঞ্চায়েতের টাকা, কয়লা, গোরু, বালি পাচারের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল । মোদিজি যে টাকা পাঠাচ্ছেন সব টাকা লুট করছে দিদির ভাইয়েরা । কাটমানির টাকা, স্কুলের চাকরি দেবার টাকা সব । এই মানুষগুলোকে চিনে রাখুন । আমি বলে দিচ্ছি মে মাসের পর এই মানুষগুলোকে তিন তলার বাড়িতে থাকতে দেব না । দমদম সেন্ট্রাল জেল, যারা বড় নেতা তাদের জগন্নাথ দর্শন ভুবনেশ্বর পাঠিয়ে দেব। আর এখানকার OC তৃণমূলের ব্লক নেতা । আর SP-কে দেখে মনে হয় জেলা সভাপতি । এদের থেকে আমরা কিছু আশা করি না । আমাদের কর্মীদের মিথ্যা কেস দিচ্ছে । এসব ভুলব না । লাল ডায়েরিতে লিখে রাখছি । কাউকে ছাড়ব না । মে মাসের পর সুদ-সহ আদায় করব ।", বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details