অবরোধে আটকে ট্রেন , সড়কপথে রওনা হলেন বিমল গুরুং - সড়কপথে শিলিগুড়ির উদ্দেশে রওনা বিমল গুরুঙের
ডালখোলায় ট্রেন অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর অবশেষে সড়কপথে শিলিগুড়িতে রওনা দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং । আজ শিলিগুড়িতে সভা রয়েছে গুরুঙের । সকাল থেকেই তাঁর অপেক্ষায় আছেন অনুগামীরা । এদিকে, গতকাল ট্রেনে শিলিগুড়ির উদ্দেশে রওনা হলেও ডালখোলায় অবরোধের জেরে আজিমনগরে আটকে যায় ট্রেন । তাই বাধ্য হয়েই ট্রেন ছেড়ে সড়ক পথে রওনা দেন তিনি ।