বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিল চোর ; সিসিটিভি ফুটেজ - অনুপ কুমার মৌনান
প্রকাশ্য দিবালোকে বাড়ির সামনে থেকেই বাইক নিয়ে চম্পট দিল চোর । শ্যামপুরের গোবিন্দপুরের বাসিন্দা অনুপ কুমার মৌনান । পেশায় এলআইসি এজেন্ট । তাঁর এনফিল্ড বাইকটি বাড়ির সামনেই রাখা ছিল । রাস্তা ফাঁকা থাকার সুযোগে বাইকটি নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী । তার সঙ্গে আরও একজন ছিল । পুরো ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ।