BJP-র পৌরনিগম অভিযানে ধুন্ধুমার, জলকামান পুলিশের
BJP-র "পৌরনিগম দখল" অভিযানে ধুন্ধুমার । হাওড়া পৌরনিগম কার্যালয়ে আজ সকালে অভিযান করে জেলা BJP । BJP কর্মীরা পৌরনিগমের কাছে আসতেই পুলিশ তাঁদের আটকায় । পুলিশ ও BJP সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ । দেখুন ভিডিয়ো...