মুগডালের উপর দেশের মানচিত্র , "ইন্ডিয়া বুক অফ রেকর্ডস"-এ উত্তরপাড়ার বিদিশা - India map on gram pulse
ছোটো একটি মুগডালের দানা । আয়তন প্রায় 2.5 মিলিমি । তার উপর ভারতের মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন উত্তরপাড়ার বিদিশা মণ্ডল । শুধুমাত্র ডাল নয় , দেশলাই কাঠির বারুদে , গাছের পাতায় , ফুলের পাপড়িতে কিংবা থার্মোকলের গ্লাসে বিভিন্ন কারুকার্য নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন । উত্তরপাড়ার দুই নম্বর মাখলা মাকাল তলার বাসিন্দা বিদিশার বাবা সবজি বিক্রেতা । ছোটোবেলা থেকেই আঁকার প্রতি টান ছিল বিদিশার । তাই শত কষ্টের মধ্যে মেয়েকে আঁকা শিখিয়েছেন । আর আজ মেয়ের এই সাফল্যে তিনি গর্বিত । দেখুন ভিডিয়ো...