পেট্রাপোল সীমান্তে ভাষাদিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ভাষা দিবসের উদযাপনের জন্য দুই দেশের প্রস্তুতি তুঙ্গে । আজ সকাল থেকে বনগাঁর পেট্রোপোল ও বাংলাদেশের বেনাপোলে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ । এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এপার বাংলা ওপার বাংলা একাকার । দুই দেশের নোম্যান্স ল্যান্ডে তৈরি হয়েছে স্মৃতি সৌধ । তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার একমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ায় দু'দেশের আলাদা মঞ্চ হয়েছে । এখানকার অনুষ্ঠানে থাকছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন । এদেশ থেকে ৭৫ জনের প্রতিনিধি দল বাংলাদেশে যাবেন । অন্যদিকে বাংলাদেশ থেকেও ৭৫ জনের প্রতিনিধি দল আসবেন এদেশে ।