Asansol Bandh: রাস্তায় অ্যাম্বুল্যান্স আটকে রেখে সংযুক্ত মোর্চার বনধ আসানসোলে - asansol
রাস্তার মাঝে অ্যাম্বুল্যান্স আটকে রেখে বনধ পালন করল সংযুক্ত কিষাণ মোর্চা। আজ আসানসোল বিএনআর মোড়ে দফায় দফায় পথ অবরোধ করে সংযুক্ত কিষাণ মোর্চার সমর্থকরা। এমনকি অ্যাম্বুল্যান্সকেও মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে বিরাট পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সরিয়ে দেয় । বার্নপুর গুরুদোয়ারা কমিটির সম্পাদক সুরিন্দর সিং বলেন, " শহরবাসীরা যাতে অসুবিধায় না পড়েন, তাই কিছুটা সময় পর পর আমরা অবরোধ করছি।"