পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mamata Song : মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে' - মমতার প্রশংসায় গান

By

Published : Sep 21, 2021, 4:19 PM IST

নেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে সিংহলি গান মানিকে মাগে হিথে ৷ সেই গানের আদলে তৈরি হল বাংলা গান 'মা-মাটি-মানুষের হিতে' ৷ মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলির গুণগান গেয়ে গাওয়া হয়েছে এই গান ৷ মেদিনীপুরের ব্যবসায়ী রাজেশ চক্রবর্তী ও তাঁর মেয়ে অপরাজিতা চক্রবর্তীর উদ্যোগে তৈরি হয়েছে এই গান ৷ কণ্ঠ দিয়েছেন মেদিনীপুরের দুই কলেজ পড়ুয়া মনীষা মুখোপাধ্যায় এবং দেবপ্রিয় চক্রবর্তী ৷ মনীষার সুরেলা কণ্ঠে গানটি অন্য মাত্রা পেয়েছে ৷ মাঝে ব়্যাপ গেয়েছেন দেবপ্রিয় ৷ ইউটিউবে পোস্ট করার ছয়দিনের মধ্যেই কয়েক লাখ ভিউ, লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details