সিপিএমের ভোটেই সাংসদ পেয়েছে বিজেপি, অকপট সুব্রত - Exclusive Interview with TMC Ballygunge Candidate Subrata Mukherjee
24 বছর বয়স থেকে রাজনীতির প্রাঙ্গণে । বালিগঞ্জ আর সুব্রত মুখোপাধ্যায় আজ যেন সমার্থক হয়ে গিয়েছে । ফের একবার বালিগঞ্জ থেকেই লড়ছেন তিনি । আজ ভোটও দিয়ে এসেছেন সাউথ পয়েন্টের বুথে । কীভাবে দেখছেন এবারের ভোট ? ইটিভি ভারতের মুখোমুখি তৃণমূলের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় ।