পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শীলার তিন সন্তানের বেড়ে ওঠার ভিডিয়ো ঘিরে কৌতুহল - বেঙ্গল সাফারি পার্ক

By

Published : Nov 21, 2020, 5:30 PM IST

ক্রমশ বড় হয়ে উঠছে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে থাকা শীলার তিন সন্তান । তবে নামকরণ এখনও বাকি তাদের । উল্লেখ্য এর আগেও স্নেহাশিষ নামের একটি রয়েল বেঙ্গল টাইগারকে সঙ্গী করে তিন সন্তানের জন্ম দিয়েছিল শীলা । তার মধ্যে একটি সন্তান মারা যায় । বাকি দুই সন্তান কিকা ও রিকা বেঙ্গল সাফারি পার্কেই রয়েছে । এবার বিভানকে সঙ্গী করে ফের তিন সন্তানের জন্ম দিয়েছে শীলা ।

ABOUT THE AUTHOR

...view details