বিজেপির হেস্টিংস অফিসের সামনে তৃণমূলের উচ্ছ্বাস - বিজেপির হেস্টিংস অফিসের সামনে তৃণমূল
ট্রেন্ডে 200-র বেশি আসন জয়ের ইঙ্গিত পাওয়ার পর থেকেই উচ্ছ্বাস তৃণমূল কর্মী ও সমর্থকদের । তৃণমূলের সমর্থকদের ভিড় দেখা গেল হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ের সামনেও । জোড়াফুলের পতাকা আর সবুজ আবির নিয়ে হেস্টিংসে ভিড় জমান তৃণমূলের কর্মীরা ।