2024 সালে মোদি-শাহকে হারিয়ে পাকিস্তানে পাঠাবেন অভিষেক, জিতে বললেন তৃণমূল প্রার্থী - baruipur purba trinamool winning candidate bivas sardar slams narendra modi and amit shah
"নরেন্দ্র মোদি ও অমিত শাহ দুজনে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে তাড়াতে চেয়েছিলেন ৷ কিন্তু বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে এটা গুজরাত না ৷ 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করবেন ৷ আর নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ভারত থেকে তাড়িয়ে পাকিস্তানে পাঠাবেন ৷" এমনই বললেন বারুইপুর পূর্ব কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী বিভাস সর্দার ৷ প্রসঙ্গত, তিনি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী চন্দন মণ্ডলকে 35,811 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন ৷