পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কে থাকবে প্রার্থীর পাশে ? দুই নেত্রীর টানাটানি দুর্গাপুরে - বিজেপি প্রার্থী

By

Published : Mar 31, 2021, 7:18 PM IST

একুশের নির্বাচনে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ৷ মঙ্গলবার জেমুয়া গ্রামে হেঁটে প্রচার করছিলেন তিনি ৷ আর সেইসময় এক মজার ছবি ধরা পড়ল ক্যামেরায় । বিজেপির দুই মহিলা নেত্রীর মধ্যে কে জিতেন্দ্র তিওয়ারির পাশে এবং সামনে থাকবে তাই নিয়ে দুজনের মধ্যে শুরু হল রেষারেষি । দু'জন রীতিমতো একে অপরকে টানাটানি করতে শুরু করেন । বেশ কিছুক্ষণ পরে দুই মহিলা নেত্রীর এমন আচরণে জিতেন্দ্র তিওয়ারি দাঁড়িয়ে তাঁদের পিছনে চলে যেতে বলেন । মজার সেই ভিডিও ইটিভি ভারতের ক্যামেরায় ৷

ABOUT THE AUTHOR

...view details