বুথে নেই বিদ্যুৎ সংযোগ, ভোট বন্ধ করলেন ক্ষুব্ধ ভোটাররা - voting stop at 9 no booth of fuljhor
গলসি বিধানসভা কেন্দ্রের কাঁকসার বিদবিহারের ফুলঝোড় 9 নম্বর বুথে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা । অন্ধকারের কারণে ক্ষোভে ভোট দেওয়া বন্ধ করল এলাকাবাসীরা । এই গ্রামে ভোটার সংখ্যা 480 জন । বৃহস্পতিবার সকালে 15 জন ভোট দেওয়ার পর এই সমস্যা দেখা দেয় । ওই বুথের দায়িত্বে থাকা বিএলও আশিস পাত্র জানান তিনি বিষয়টি জানতেন না । জানা মাত্রই ব্যবস্থা নিয়েছেন । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বিএলওর উপর ক্ষোভ উগরে দেয় । বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে ভোট দেবেন না বলে জানিয়েছেন ভোটাররা ৷