কড়া নিরাপত্তায় ঝাড়গ্রামে ভোটগ্রহণ, মানা হচ্ছে কোভিড বিধি - voting starts in jhargram
কোরোনার স্বাস্থ্যবিধি মেনে শনিবার প্রথম দফার ভোট গ্রহণ শুরু হল ঝাড়গ্রামে । এই জেলায় মোট চারটি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট । বুথ সংখ্যা 1307 টি । মাওবাদী অধ্যুষিত জেলা হওয়ায় প্রতিটি বুথই স্পর্শকাতর । তাই কেন্দ্রবাহিনী ও রাজ্য পুলিশের রয়েছে কড়া নজরদারি । জেলায় মোট ভোটার সংখ্যা 9,11,654 জন । 4 বিধানসভায় বিভিন্ন দলের মোট 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।