করোনা বিধি না মেনেই লাইনে ভোটাররা - West Bengal Assembly Election 2021
করোনা বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভোট চলছে বারাসাতের নবপল্লীর এক বুথে ৷ বারাসাত বিধানসভা কেন্দ্রের চন্দনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বুথ ৷ কোনও রকম সামাজিক দূরত্ব না মেনেই সেখানে ভোট দিচ্ছেন স্থানীয়রা ৷ বেশীর ভাগের মুখেই নেই কোনও মাস্ক ৷ যেখানে গোটা দেশ লড়ছে কোরনার দ্বিতীয় ধাক্কার সঙ্গে ৷ রোজ বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা ৷ সেখানে করোনা বিধিকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলের এই বুথের ভোটাররা ৷