তৃণমূল কর্মীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হল ভোটার লিস্ট, অভিযুক্ত বিজেপি - বিজেপি
তৃণমূলের বুথ অফিস ভাঙচুর করে তৃণমূল কর্মীর কাছ থেকে ভোটার লিস্ট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার উত্তর বিধানসভা কেন্দ্রের কালীনগর এলাকার 117 ও 120 নম্বর বুথ। তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা চরমে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।