দিদিমণির প্ররোচনায় আমডাঙায় অশান্তি, বললেন জয়দেব মান্না
তৃণমূল বিভেদের নোংরা রাজনীতি করে । মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবে । খেটে খাওয়া মানুষ অতশত বোঝে না । দিদিমণির কথায় অনুপ্রাণিত হয়ে আমডাঙাকে উত্তপ্ত করেছে বেশ কিছু মানুষ । বললেন আমডাঙার বিজেপি প্রার্থী জয়দেব মান্না । আমডাঙায় আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, "তোষণের রাজনীতি করে তৃণমূল ভেবেছিল সংখ্যালঘু ভোট তাদের । কিন্তু আইএসএফ মুসলিম প্রার্থী দেয় । এর জেরে ভোট ভাগ হওয়ার আশঙ্কায় দুই দলের সংঘর্ষ ।"