পশ্চিমবঙ্গ

west bengal

জেল থেকে গণতন্ত্রের পূজারি, অন্য এক ছত্রধরের উত্থান

By

Published : Mar 27, 2021, 10:22 PM IST

2008 সালের 2 নভেম্বরে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অল্পের জন্য় রক্ষা পান ল্য়ান্ডমাইন বিস্ফোরণ থেকে ৷ নাম উঠে আসে আসল হোতার ৷ ছত্রধর মাহাতো ৷ গোটা জঙ্গলমহলে এই নামটায় থরহরিকম্প লেগেই থাকত ৷ 2009 সালে গ্রেফতার করা হয় তাঁকে । 11 বছর পর জেল থেকে মুক্তি পেয়েই ঘাসফুলের সদস্য, সেখান থেকে তৃণমূলের প্রার্থী ৷ প্রায় এক দশক পর ভোটও দিলেন । ঝাড়গ্রাম বিধানসভার বীরকাঁড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন স্ত্রী নিয়তি মাহাতোকে সঙ্গে নিয়ে ।

ABOUT THE AUTHOR

...view details