তৃতীয় পোলিং অফিসারের মুখে 'জয় শ্রীরাম' ! সরাল নির্বাচন কমিশন - তৃতীয় পোলিং অফিসারের মুখে 'জয় শ্রীরাম' !
"জয় শ্রীরাম ! সবকিছু ঠিক হয়ে গেছে ৷" মকপোল চলাকালীন মুখ ফসকে বলে ফেললেন তৃতীয় পোলিং অফিসার ৷ এতে আপত্তি জানান তৃণমূল এজেন্ট ৷ ব্যবস্থা না নেওয়া হলে সব বুথে গিয়ে জয় বাংলা বলবেন বলে হুঁশিয়ারি দেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপ্নন দেবনাথ ৷ পরে অবশ্য সৌম্যজিৎ ভট্টাচার্য নামে ওই তৃতীয় পোলিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন ৷