ভোট মিটলেই বাগান খুলবে, আশা চা শ্রমিকদের
চা বাগানে কাজ করেই ওদের দিন গুজরান হত ৷ কিন্তু বহুদিন ধরে বন্ধ পড়ে রয়েছে চা বাগান ৷ কোনওরকমে দিন কাটছে ৷ এরই মধ্যে লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিলেন বন্ধ মধু চা-বাগানের শ্রমিকরা ৷ আশা, এবার হয়ত বাগানটা খুলবে ৷ সব দলই ভোটের মুখে এসে প্রতিশ্রুতি দিয়েছে বাগান খুলে দেওয়ার । আজও সেই আশাতেই মধু চা বাগানের শ্রমিকরা ৷ আশা ভোট পার হলেই সরকার বাহাদুর বাগান খুলে দেবেন ।
Last Updated : Apr 11, 2021, 9:32 PM IST