পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শীতলকুচির ঘটনায় তীব্র নিন্দা সুজনের - sujan reacts on sitalkuchi gun fire and death

By

Published : Apr 10, 2021, 2:22 PM IST

শীতলকুচিতে গুলিচালনা এবং পাঁচজনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন সুজন চক্রবর্তী ৷ তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ৷ কমিশনের কাছে স্পষ্ট তথ্যের দাবিও জানিয়েছেন ৷ মৃতদের মধ্যে এক ভোটার এইবার প্রথম ভোট দিতে গিয়েছিলেন ৷ সুজন বলেন, "মাত্র আঠারো বছর বয়স ৷ প্রথম ভোটার ৷ এর থেকে লজ্জার কথা আর কিছু হতে পারে না ৷ নিন্দার ভাষা নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details