বাঁকুড়ায় স্ট্রং রুমগুলিতে কড়া নিরাপত্তা - khatra adibasi college
গতকাল প্রথম দফার নির্বাচন হয়েছে বাঁকুড়া জেলার চারটি কেন্দ্রে ৷ তার মধ্যে দুটি কেন্দ্র শালতোড়া ও ছাতনার স্ট্রং রুম তৈরি করা হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। বাকি দুটি কেন্দ্র রাইপুর এবং রানীবাঁধ-এর স্ট্রং রুম করা হয়েছে খাতড়া আদিবাসী কলেজে। প্রত্যেকটি স্ট্রং রুম কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যই সব দলের এজেন্টদের সম্মতি নিয়ে ইভিএম এবং ভিভিপ্যাট সিল করা হয়ে গিয়েছে। এখন দেখার নির্বাচন শেষে বাঁকুড়ায় কোন রঙের আবির ওড়ে ৷