ভাইপোর মাধ্যমে বাংলার সম্পদ লুট করেছেন মমতা, সরব ধর্মেন্দ্র - exclusive interview of dharmendra pradhan
পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গঠন হবে, এবিষয়ে কোনও সন্দেহ নেই , হুগলিতে প্রচারে এসে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই বললেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ বিধানসভায় বিজেপি 200 সিট পাবে বলে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ৷ কামারহাটির বিজেপি প্রার্থী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন ধর্মেন্দ্র প্রধান । বেলঘরিয়ার পূবপাড়া থেকে যাত্রা শুরু করে কামারহাটি বিধানসভা কেন্দ্রের অলিগলি ঘুরে বেড়ান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী । এদিন প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন তিনি ৷ তৃণমূল সরকারের বিরুদ্ধে তোলাবাজি, মহিলাদের উপর অত্যাচার এবং বেকারত্বের একাধিক অভিযোগ তোলেন ৷