রাজনৈতিক বিভাজন কি টলিপাড়াতেও ? অকপট কাঞ্চন - Exclusive Interview with Kanchan Mullick
স্টুডিয়োপাড়া থেকে উত্তরপাড়া ৷ অভিনয় জগত থেকে একেবারে সরাসরি রাজনীতির ময়দানে ৷ উত্তরপাড়ায় এবার মমতার ভরসা তিনিই ৷ রগড়ে দেওয়ার মন্তব্য থেকে শুরু করে টলিপাড়ার রাজনৈতিক বিভাজন... ইটিভি ভারতে অকপট কাঞ্চন মল্লিক ৷ জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী ৷ আত্মার টান তৈরি হয়ে গিয়েছে উত্তরপাড়াবাসীর সঙ্গে ৷ কাজ করতে চান উত্তরপাড়ার জন্য ৷