"ভরসা রাখুন, কাজ করব", মানুষের ভালবাসায় আপ্লুত সায়ন্তিকা - bengal election 2021
রিল লাইফ আর রিয়েল লাইফের পার্থক্য বোঝেন ৷ তবে তারকা নন, চান বাঁকুড়ার মেয়ে হিসেবে মানুষ গ্রহণ করুক তাঁকে ৷ বললেন, পরিকল্পনা রয়েছে বাঁকুড়া সদর সহ তিনটি অফিস করার ৷ যেখানে মানুষ এসে সুবিধা-অসুবিধা জানাতে পারে ৷ জেতার বিষয়ে আশাবাদী তিনি ৷ বললেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি ৷ ইটিভি ভারতের মুখোমুখি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ।