নেত্রীর মতোই বুধবারে মনোনয়ন জমা সাবিত্রীর - election
বুধবার দিন নেত্রী মনোয়ন জমা দিয়েছেন, তাই মনোনয়ন জমার দিন হিসাবে বেছে নিলেন বুধবারকেই ৷ আজ থেকে মালদা জেলার 12 বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পর্ব শুরু হয়েছে ৷ প্রথম দিনই নিজের মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ৷ 1991 সাল থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসা সাবিত্রী মিত্রের কাছে সেটা ছিল বড় ধাক্কা ৷ এবারও তাঁকে মানিকচক কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল ৷ অন্যান্য নির্বাচনে একাধিক মন্দির- মসজিদে প্রার্থনা করে মনোনয়ন জমা দেন ৷ গতকালই বিভিন্ন মন্দির-মসজিদে জয়ের প্রার্থনা করে এসেছেন ৷ আজ নিজের বাড়ির ঠাকুরঘরে দীর্ঘ সময় ধ্যান করেই কাটান তিনি ৷