পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখাচ্ছে , সোজাসাপটা পার্থ - বঙ্গ ভোট 2021

By

Published : Mar 30, 2021, 7:04 PM IST

মন্দির মসজিৎ গুরুদ্বারে মাথা ঠেকিয়ে প্রচার শুরু করেন ৷ তাঁর মতে মানুষকে বলে দিতে হয় না কাকে ভোট দিতে হবে, তাঁরা দেখেই ভোট দেন কাকে ভোট দেওয়া উচিত ৷ বলেন বেহালা পশ্চিমের একগুচ্ছ উন্নয়নের কথাও ৷ তাঁর বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ তিনি নিজেকে ভূমিকন্যা বলে প্রচারে নেমেছেন ৷ সেই বিষয়ে কটাক্ষ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কাজ করেছেন কিনা সেটা মানুষ বলে ৷ এরপর গলিতে গলিতে বেরিয়ে গলিকন্যা, গলিপুত্র বলবে ৷ সবশেষে তিনি বলেন,"আমি চলি সম্মুখপানে কে আমাকে রুখবে, জনতা আছে, মমতা আছে মানুষের ক্ষমতা সেখানেই থাকবে ৷"

ABOUT THE AUTHOR

...view details