পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লাল-সন্ত্রাস থেকে কংগ্রেসের দৈনতা, অকপট শিউলি সাহা - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

By

Published : Mar 30, 2021, 1:26 PM IST

একসময় কেশপুর ছিল লাল দুর্গ ৷ 2013-র পঞ্চায়েত ভোটের পর থেকে কেশপুরে সবুজ ঝড় উঠেছে ৷ এবারও কেশপুরে তৃণমূল প্রার্থী শিউলি সাহা ৷ প্রতিদ্বন্দ্বী বিজেপি ও সিপিএম ৷ তবে কাউকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন না তিনি ৷ সন্ত্রাসের জায়গা ছিল কেশপুর ৷ খুন, গোলাগুলি কোনও কিছুই বাদ ছিল না ৷ এখন অনেকটাই ভালো আছে বলে দাবি শিউলি সাহার ৷ তাঁর কথায়, বদলা নয়, বদল চাই-র কথা আমরা এখনও রেখে চলেছি ৷ শান্তির বাংলা প্রতিষ্ঠা করেছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমার আইকন ৷ ক্ষমতায় এলে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এককথায় লাল দুর্গের সন্ত্রাস থেকে কংগ্রেসের দৈনতা, কংগ্রেস-সিপিএম জোট নিয়ে খোলামেলা আলোচনায় কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা ৷

ABOUT THE AUTHOR

...view details