বিপক্ষ প্রার্থীরা নন, জয়ের মার্জিনই প্রতিদ্বন্দ্বী সায়নদীপের - একান্ত সাক্ষাৎকারে সায়নদীপ মিত্র
🎬 Watch Now: Feature Video
কামারহাটিতে তাঁর বিপরীতে দু'জনেই পরিচিত মুখ ৷ জোড়াফুলের প্রার্থী মদন মিত্র ৷ পদ্মের রাজু বন্দ্যোপাধ্যায় ৷ তবে তা নিয়ে একেবারেই চিন্তিত নন কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র ৷ বরং অনেকটা বেশি আত্মবিশ্বাসী তিনি ৷ বললেন, " কাছের লোক, কাজের লোক একজনই... তিনি সায়নদীপ ৷ বাকিদের কামারহাটির মাটির সঙ্গে কোনও যোগাযোগই নেই ৷"
Last Updated : Mar 20, 2021, 9:04 PM IST