পতাকাই থাকবে, ভোট আসবে না সিপিএমের, স্পষ্ট বিজেপি প্রার্থী পার্থ শর্মা - BJP CANDIDATE PARTHA SHARMA
পাণ্ডুয়ার বিজেপি প্রার্থী পার্থ শর্মার মতে, "নেতা নরেন্দ্র মোদি, প্রার্থী পদ্মফুল" ৷ এদিন প্রচারের মাঝে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসপাতালের সমস্যা নিয়ে কথা বলেন তিনি ৷ এছাড়াও ঘর, জল, রাস্তাঘাট নিয়ে একাধিক অভিযোগ তোলেন তিনি ৷ ত্রাণের টাকা কেন্দ্র থেকে এলেও তা তৃণমূল নেতাদের পকেটে যাওয়ার অভিযোগ তুলতেও পিছপা হননি পার্থ শর্মা ৷ পাণ্ডুয়ার দু‘বারের সিপিএম বিধায়ক আমজাদ হোসেনের থেকে পাণ্ডুয়ার উন্নয়নের খতিয়ান চান তিনি ৷ লকডাউনের সময় কোনও কাজ সিপিএম করেনি বলে দাবি করেন বিজেপি প্রার্থী ৷ সিপিএমকে আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করার জন্য খোঁচা দিতে ছাড়েননি তিনি ৷ পাণ্ডুয়ায় 100 দিনের কাজে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন পার্থবাবু ৷ পাণ্ডুয়ায় দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের আওয়াজ তোলেন বিজেপি প্রার্থী ৷