ক্ষমতায় এসেই পোস্তা ফ্লাইওভার জুড়তে চান মীনাদেবী পুরোহিত - মীনা দেবী পুরোহিত
কলকাতার জোড়াসাঁকোর বিজেপির প্রার্থী মীনাদেবী পুরোহিত অনুভব করছেন তাঁর কেন্দ্রের মহিলারা এবার আসল পরিবর্তন চাইছেন ৷ এর আগের যা পরিবর্তন হয়েছে তাতে তাঁরা খুশি নন ৷ পাশাপাশি তিনি জানান, এবারে তাঁদের সরকার এলে পাঁচ বছর আগে ভেঙে পড়া বিবেকানন্দ ফ্লাইওভার নিয়ে তাঁরা কিছু করবেন ৷ গত পাঁচ বছরে কেউ এই বিষয়টি নিয়ে ভাবলোই না ৷ তাঁরা ক্ষমতায় আসার পর প্রথমেই এই সমস্যাটির সমাধান করবেন ৷ এছাড়াও জোড়াসাঁকো এলাকায় পার্কিংয়ের সমস্যা চিরকালীন ৷ সেই বিষয়টিতেও তাঁরা মনোযোগী হবেন ৷ তিনি নারী শিক্ষার ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলেন ৷ জানান, কেজি থেকে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্তর অবধি মেয়েদের শিক্ষা বিনামূল্যে যাতে হয় তার ব্যবস্থার কথাও বলেন ৷ মহিলা সুরক্ষার কথাও বলেন তিনি ৷ পাশাপাশি তাঁর বিধানসভা কেন্দ্রের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর কথাও বলেন মীনাদেবী ৷