পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রার্থীর সমর্থনে উত্তর দিনাজপুরে রোড শো নুসরতের - নুসরত জাহান

By

Published : Apr 5, 2021, 7:02 PM IST

উত্তর দিনাজপুরের ডালখোলা শহরে রোড শো করেন বসিরহাটের তৃমমূল সাংসদ নুসরাত জাহান ৷ করণদীঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে এদিন রোড শো করেন তিনি ৷ ডালখোলা শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে চলে এই রোড শো ৷ কলেজ মোড়ে গিয়ে শেষ হয় ৷ সাংসদ অভিনেত্রীর রোড শো ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল নজরকাড়া ৷ হুডখোলা গাড়ি থেকে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছাও জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details