পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কাল মহারণ, ঝাড়গ্রামের বুথে বুথে রওনা দিলেন ভোটকর্মীরা - ঝাড়গ্রাম

By

Published : Mar 26, 2021, 4:54 PM IST

ভোট প্রস্তুতি তুঙ্গে, ব্যস্ত ভোটকর্মীরা ৷ আগামীকাল শনিবার প্রথমে দফার ভোট ঝাড়গ্রামে । ঝাড়গ্রাম জেলায় মোট চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে । বুথ সংখ্যা 1307 । মাওবাদী অধ্যুষিত জেলা বলে প্রতিটি বুথই স্পর্শকাতর । জেলায় মোট ভোটার সংখ্যা 911654 জন । 4টি বিধানসভায় মোট 36 জন বিভিন্ন দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । প্রতিটি বুথেই এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে । ঝাড়গ্রাম বিধানসভার ডিসি ঝাড়গ্রাম মহিলা কলেজ, নয়াগ্রাম ও গোপীবল্লভপুর বিধানসভার ডিসি ছাতিনাশোল হাই স্কুল এবং বিনপুর বিধানসভার ডিসি বেলপাহাড়ি হাই স্কুল । শুক্রবার সকাল থেকে প্রতিটি ডিসিতে ভোট কর্মীরা রেজিস্ট্রেশন করে ভোটের সামগ্রী নিয়ে নিজেদের বুথে রওনা দিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details