সার্বিক শান্তিপূর্ণ গলসি বিধানসভার ভোট গ্রহণ
গলসি বিধানসভার মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 70 হাজার । বুথের সংখ্যা প্রায় 350 টি। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে গলসি বিধানসভা এলাকায় নির্বাচন চলছে । দু'একটি বিক্ষিপ্ত অভিযোগ পাওয়া গেলেও, মারাত্মক কোনও ঘটনা ঘটেনি বলেই প্রশাসনের সূত্র থেকে জানানো হয়েছে । কড়া নজরদারি কাঁকসা থানা এলাকার পানাগড় হিন্দি হাইস্কুলের সামনে । গত পঞ্চায়েত নির্বাচনে এই ভোট গ্রহণ কেন্দ্রে অশান্তির আগুন জ্বলেছিল । বহিরাগত প্রায় 5-7 জনকে বেধড়ক মারধর করা করেছিল এলাকাবাসী । সেই পানাগড় হিন্দি হাইস্কুলের সামনে বেলা বারোটায় দেখা গেল শান্তিপূর্ণভাবেই মানুষ ভোট দিয়ে বুথ ছেড়ে বেরোচ্ছেন । কেন্দ্রীয় বাহিনী এবং কড়া পুলিশি নিরাপত্তায় ঘেরাটোপে চলছে ভোট । বেলা বারোটা পর্যন্ত গলসি বিধানসভায় প্রায় 45 শতাংশ ভোট পড়েছে বলে প্রশাসনের সূত্র থেকে জানানো হয়েছে ।