ঊষার উরি বাবা নতুন হল বামেদের প্যারোডিতে - CPIM Parody song
বামপন্থীরা এখন আর শুধু গণসংগীতে আটকে নেই ৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে স্লোগান, পালটেছে গানের ভাষা ৷ হাল্কা চালের টুম্পা গানে ব্রিগেডের মাঠে ভিড় জমিয়েছিল বামেরা ৷ শোরগোল ফেলে দিয়েছিল ৷ ব্রিগেডের ভিড়কে ভোটমুখী করতেও বামেদের ভরসা দিয়েছে সেই টুম্পা ৷ এবার আরও একটা প্যারোডি ৷ ঊষা উথুপের গানের তালে বাজিমাত করতে চাইছে বামেরা ৷ গানের কথায় কথায় শ্লেষ, ব্যঙ্গ, বিদ্রুপ রয়েছে তৃণমূল ও বিজেপির প্রতি। মোদি-মমতা দুপক্ষকেই নানা ইস্যুতে তুলোধনা করা হয়েছে গানটিতে।
Last Updated : Mar 22, 2021, 10:30 PM IST