পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কাকদ্বীপে মহাগুরুর রোড শো - বিজেপি

By

Published : Mar 30, 2021, 4:26 PM IST

প্রচারে শেষ দিনে মেগা রোড শো করলেন মহাগুরু । কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানার সমর্থনে আজ কাকদ্বীপে রোড শো মহাগুরু । রাজ্যে প্রচারে ঝড় তুলতে বিজেপির অন্যতম মুখ মিঠুন চক্রবর্তী। দুপুর ১টার সময় হেলিকপ্টারে করে আসেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । কাকদ্বীপের বিডিয়ো অফিস মোড় থেকে কাকদ্বীপের নতুন রাস্তা পর্যন্ত মেগা রোড শো করেন মহাগুরু । রোড শো পামেলা কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। অভিনেতাকে দেখতে কাকদ্বীপে 117 নম্বর জাতীয় সড়কে রাস্তার দুই ধারে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পরার মতন । প্রচার এর শেষ বেলায় রীতিমতো ঝড় তুলল বিজেপি।

ABOUT THE AUTHOR

...view details