বনশ্রীর হাত ধরে কতটা শ্রী ফিরল কাঁথি উত্তরে ? - মার্কশিট
বেজে গেছে ভোটের দামামা । বিধায়কের 5 বছরের কাজে কতটা খুশি আমজনতা ? দৈনন্দিন জীবনযুদ্ধে কতটা পাশে পেলেন বিধায়ককে ? ইটিভি ভারতকে কী বলল কাঁথি উত্তরের ভোটদাতারা ? 50 শতাংশ নম্বর পেলেই পাশ ৷ কত পেলেন বিধায়ক? পাশ করলেন না ফেল...