ফের হুইল চেয়ারে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা মমতার - ফের হুইল চেয়ারে করে বাঁকুড়ার উদ্দেশ্যে প্রচারে বেরোলেন মমতা
দুর্গাপুর সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে প্রায় এক কিলোমিটার পথ হুইল চেয়ারে করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আজ যাবেন বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে । দুপুর তিনটে নাগাদ বাঁকুড়া জেলার বড়জোড়ায় জনসভার পর তিনি ফের হেলিকপ্টারে ফিরে আসবেন দুর্গাপুরে।
TAGGED:
mamta banerjee in durgapur