আসানসোলের জনসভায় বাবুল সুপ্রিয়কে কটাক্ষ মমতার - Mamata comments on Babul Supriyo
দু’বার লোকসভায় আপনারা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছিলেন । কী করল? মাঝপথে ছেড়ে দিয়ে এখন টালিগঞ্জে চলে গেল বিধায়ক হতে । উনি কখন কী হতে চান নিজেই জানেন না । কখনও মন্ত্রী হবেন, কখনও সাংসদ হবেন ,কখনও বিধায়ক হবেন । ওনার তো রাস্তার ভেন্ডার হওয়া উচিত ছিল । একজন শিল্পী হয়ে এত মিথ্যে কথা কী করে বলেন বুঝি না । আসানসোলের জনসভায় বাবুল সুপ্রিয়কে এভাবেই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি এদিন নির্বাচন কমিশনকেও দুষলেন তিনি । বলেন, নির্বাচন কমিশন সরাসরি বিজেপির হয়ে কাজ করছে ।