হ্যালো নয়, জয় বাংলা বলুন, বললেন মমতা - west bengal election 2021
হ্যালো বলবেন না, বলুন জয় বাংলা । ফোন শেষ হয়ে যাবে বলবেন জয় বাংলা । বাংলাটাকে বাঁচাতে হবে তো ! হাওড়া গ্রামীনের উলুবেড়িয়ার জনসভায় এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ফুটবলও খেললেন মঞ্চে । বললেন,"খেলা হবে । বিজেপি খালি হবে ।"