পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নাম না করে ওয়েইসিকে 'হায়দরাবাদের গাই' বললেন মমতা - mamata banerjee sneers asaduddin owaisi

By

Published : Apr 3, 2021, 7:37 AM IST

Updated : Apr 3, 2021, 12:40 PM IST

নাম না করে আসাদউদ্দিন ওয়েইসিকে "হায়দ্রাবাদের গাই "এবং আব্বাস সিদ্দিকিকে "বাচাল ছেলে" বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে সভা করেন তৃণমূল সুপ্রিমো ৷ সভা থেকে তিনি বলেন, "হায়দরাবাদ থেকে একটা বিজেপির গাই এসেছে । বিজেপির থেকে টাকা নিয়েছে । ফুরফুরা শরীফের কেউ নয় ৷ একটা বাচাল ছেলে আছে, তাকে নিয়ে সংখ্যালঘুদের ভোট ভাগ করার চেষ্টা চালাচ্ছে । " পাশাপাশি বিজেপি নেতাদের নাম না করে হরিদাস বলেও কটাক্ষ করেন তিনি । নন্দীগ্রামেও একইভাবে ভোটভাগের চেষ্টা হয়েছিল বলে অভিযোগও তোলেন তিনি ৷
Last Updated : Apr 3, 2021, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details