বিজেপির থেকে টাকা নিয়েছে হায়দরাবাদের গদ্দার আর হুগলির মীরজাফর : মমতা - Asaduddin Owaisi
উলুবেড়িয়ার সভায় নাম না করে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসিকে হায়দরাবাদের গদ্দার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়া পীরজাদা আব্বাস সিদ্দিকীকেও নাম না করে হুগলির মীরজাফর বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো ।