স্যাটেলাইটের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি চলছে, দাবি নাড্ডার
স্যাটেলাইটের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি চালানো হচ্ছে ৷ এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । তিনি আরও বলেন, "মোদিজি যখন থেকে এসেছেন তখন থেকে সীমান্ত সিল করা হয়েছে ।" এদিন বীরভূম সফরে এসে রোড শো ও জনসভা শেষে বোলপুরের একটি বেসরকারি হোটেলে দলের বুদ্ধিজীবী সেলের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । তিনি প্রশ্ন তোলেন, "বাংলায় যতদিন সিন্ডিকেট রাজ চলছে ততদিন বর্ডার খোলা আছে কি না ?" তিনি আরও বলেন, "মোদিজি যেদিন থেকে এসেছেন সেদিন থেকে বর্ডার সিল করে দেওয়া হয়েছে । স্যাটেলাইটের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালানো হচ্ছে ।"