পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

চার দফায় বিজেপি 100-র বেশি আসন পেয়ে গেছে : নাড্ডা

By

Published : Apr 16, 2021, 7:34 PM IST

গলসি বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থনে কাঁকসার রনডিহা মোড় থেকে পানাগড় বাজার পর্যন্ত রোড শোতে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । সঙ্গে ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ রোড-শো শেষের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন বালি চুরির সরকার, তোলাবাজি, তুষ্টিকরণের সরকার আর নবান্নে ফিরবে না । চার দফা নির্বাচনে 100টিরও বেশি আসন বিজেপি পেয়ে গেছে বলে নিশ্চিত তিনি ৷ 2 মে বিজেপি সরকার গড়বে বলেও নিশ্চিত তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details