পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোভিড আতঙ্ক রয়েছে তাও ভোট তো দিতে হবে ! - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

By

Published : Apr 22, 2021, 12:00 PM IST

কোভিড আতঙ্কের মাঝেই আজ ষষ্ঠ দফার নির্বাচন । রাজ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা । লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । গলসি বিধানসভার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের সকাল থেকে দেখা গেল জনতার ভিড় । কিন্তু ভোটারদের মুখে দেখা গেল মাস্ক । ভোটকেন্দ্রে ঢোকার আগে তৈরি করা হয়েছে সুরক্ষা বলয় । সরকারি স্বাস্থ্যবিধি মেনে ভোট কর্মীরাও সচেতনতার সঙ্গেই নির্বাচন কেন্দ্রে কর্তব্যরত । গণতান্ত্রিক উৎসবে শামিল মানুষ কিন্তু যথেষ্ট সচেতন ৷ সবার মুখে এক কথা কোভিড আতঙ্ককে কাটিয়ে ভোট তো দিতেই হবে।

ABOUT THE AUTHOR

...view details