পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আগেই বিধায়ক পদের দাবিদার ছিলাম, ক্ষুব্ধ নান্টুর নির্দলে মনোনয়ন জমা - নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেতা নান্টু পাল

By

Published : Mar 25, 2021, 8:25 AM IST

"রাজ্য তৃণমূল কংগ্রেস আমার সাথে অন্যায় করেছে। আমি বহু আগেই বিধায়কের দাবিদার ছিলাম। আমার সাথে অন্যায় করে বসিয়ে রাখা হয়েছিল।" বুধবার বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় এইভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা ও শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান নান্টু পাল। গতকাল নিজের বাড়ি থেকে ঢাক বাজিয়ে একটি মিছিল করে শিলিগুড়ি মহকুমাশাসকের কার্যালয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন নান্টুবাবু । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা জেলা মহিলা তৃণমূলের নেত্রী ও স্ত্রী মঞ্জুশ্রী পাল। মনোনয়নের পর নান্টু পাল বলেন, "খেলা হবে। আমি খেলার মাঠের মানুষ। সেজন্য ফুটবল প্রতীক চেয়েছি। মানুষ পাশে আছে। আর মানুষই বুঝিয়ে দিয়েছে যে দল বহিরাগত প্রার্থী দাঁড় করিয়ে ভুল করেছে।"

ABOUT THE AUTHOR

...view details